শিক্ষা ক্যাডারে বৈষম্য নিরসন, গ্রেড উন্নয়ন, অর্জিত ছুটি প্রদান, সঠিক সময়ে পদোন্নতিসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করছেন রাঙামাটি জেলার শিক্ষা ক্যাডাররা। কর্মসূচির প্রথম দিন আজ মঙ্গলবার সকালে রাঙামাটি সরকারি কলেজের বাইরে অবস্থান নিয়ে শিক্ষকেরা বিভিন্ন দাবি তুলে ধরেন।
এ সময় শিক্ষক নেতারা অভিযোগ করেন, অন্যান্য ক্যাডারের চেয়ে শিক্ষা ক্যাডারের সদস্যরা বঞ্চিত হচ্ছেন। গ্রেড না পাওয়া এবং সঠিক সময়ে পদোন্নতি না হওয়ায় শিক্ষা ক্যাডারের সদস্যরা আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কর্মসূচিতে অংশ নিয়ে তাঁরা ঘোষণা দেন, দাবি আদায় না হলে আগামী ১৩ অক্টোবর থেকে টানা কর্মবিরতি পালন করা হবে।
এদিকে শিক্ষকদের এই কর্মসূচি পালনের কারণে রাঙামাটি সরকারি কলেজের শিক্ষা কার্যক্রমসহ সব পরীক্ষা বন্ধ রয়েছে।
কর্মবিরতিতে অংশ নিয়ে বক্তব্য দেন রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়া, উপাধ্যক্ষ জাহেদা সুলতানা, সহযোগী অধ্যাপক আবুল হাসেম, সহকারী অধ্যাপক শান্তনু চাকমা, সহযোগী অধ্যাপক নুরুল করিম মাসুদ, সহকারী অধ্যাপক অনির্বাণ বড়ুয়া, জ্যোতিলাক্ষ চাকমা প্রমুখ।