নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজারে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম মো. মনা (২৭)।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।
ওসি এস এম ওবায়েদুল হক বলেন, ব্যবসাসংক্রান্ত দ্বন্দ্বে মনা নামে ওই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশ অভিযানে আছে।