হোম > সারা দেশ > খাগড়াছড়ি

মাটিরাঙ্গায় ‘শেখ রাসেল দিবস’ উদ্‌যাপিত

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি), প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় 'শেখ রাসেল দিবস' উপলক্ষে চলছে নানান কর্মসূচি। আজ সোমবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস' এ প্রতিপাদ্যকে ধারণ করে 'শেখ রাসেল দিবস' পালন করা হচ্ছে। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ সোমবার সকালে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিনটির সূচনা হয়। মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এই সময় কেক কেটে শহীদ শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন পালন করেন। 

মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি হারুনুর রসিদ ফরাজির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ূন মোরশেদ খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা। আলোচনা সভা সঞ্চালনা করেন মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলা উদ্দিন লিটন। 

সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবুল আহাম্মেদ, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি তসলিম উদ্দিন রুবেল, মাটিরাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহাদাত হোসেন, মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের কান্ত মণি ত্রিপুরা, পৌর ছাত্রলীগ আবদুর রাজ্জাক, মাটিরাঙ্গা উপজেলা শেখ রাসেল সৃতি সংসদের সহসভাপতি আবদুল হাই সৌরভসহ প্রমুখ।

এ ছাড়া সভায় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা শেখ রাসেল সৃতি সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ