হোম > সারা দেশ > কক্সবাজার

মহেশখালীতে গভীর রাতে একজনকে গুলি করে হত্যা

কক্সবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজারের মহেশখালীতে আবুল হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ আবুল হোসেনকে হত্যা করো হয়েছে বলে তাঁর স্বজনদের অভিযোগ। তিনি কালারমারছড়া ইউনিয়নের বাসিন্দা ছিলেন।

আবুল হোসেনের ছেলে সাইফুল ইসলাম বলেন, ‘প্রতিবেশী মোহাম্মদ হোসেনের সঙ্গে আমাদের ৩০ একর জমি নিয়ে বিরোধ চলছে। প্রায় ১৬ বছর ধরে বিরোধপূর্ণ জমি মোহাম্মদ হোসেনের দখলে ছিল। কিছু দিন আগে সালিসের মাধ্যমে তিন একর জমি আমরা ফিরে পাই। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের লোকজন আমার বাবাকে বাড়ির সামনে গুলি করে হত্যা করে।’

বদরখালী জেনারেল হাসপাতালের চিকিৎসক রাকিবুল হোছাইন জানান, গুলিবিদ্ধ আবুল হোসেনকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন। গুলিতে তাঁর নাড়িভুঁড়ি বের হয়ে যায়।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ আজকের পত্রিকাকে বলেন, জমি নিয়ে বিরোধের জেরে আবুল হোসেনকে গুলি করে হত্যা করা হয়। হাসপাতাল থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫