হোম > সারা দেশ > নোয়াখালী

নিঝুম দ্বীপে জোয়ারের পানিতে ভেসে এল ডলফিন

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নিঝুমদ্বীপে জোয়ারের পানিতে ভেসে আসে এক জোড়া ডলফিন। তা নিয়ে মেতে ওঠে স্থানীয় জেলেরা। ছবি: আজকের পত্রিকা

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কয়েক দিন ধরে উপকূলীয় এলাকায় জোয়ারের পানি ছিল অস্বাভাবিক উচ্চতায়। এরই মধ্যে নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপে ভেসে আসে এক জোড়া ডলফিন। তবে জোয়ারের পানি নামলেও স্রোতের টানে ডলফিন দুটি আটকা পড়ে মেঘনা নদীতীরবর্তী এলাকায়।

এ ঘটনাকে ঘিরে কৌতূহল ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। ডলফিন দুটির সঙ্গে মেতে ওঠেন স্থানীয় জেলেরা। কেউ কেউ সেই দৃশ্য ভিডিও করে শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

ঘটনাটি ঘটে নিঝুম দ্বীপের বন্দরটিলা বাজারের পূর্ব পাশে মেঘনা নদীতে। ডলফিন দেখতে সেখানে ভিড় করেন বহু স্থানীয় বাসিন্দা।

বন্দরটিলা বাজারের ব্যবসায়ী বেলাল উদ্দিন বলেন, ‘নিঝুম দ্বীপ ও দমারচরের মাঝখানে মেঘনা নদীতে জোয়ারের পানিতে ভেসে আসে দুটি ডলফিন। পরে ভাটার টানে তারা নদীর কিনারায় আটকে পড়ে। জেলেরা মাছ ধরতে গিয়ে প্রথমে ডলফিনগুলো দেখতে পান। খবর পেয়ে আমরাও ছুটে যাই। জেলেরা তাঁদের সাগরের দিকে পাঠানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। তবে পরের জোয়ারে ডলফিনগুলো সাগরে ফিরে যেতে সক্ষম হয়।’

এদিকে, গত তিন দিনের টানা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জোয়ারের পানিতে একাধিকবার প্লাবিত হয়েছে নিঝুম দ্বীপসহ হাতিয়ার নিম্নাঞ্চল। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক রাস্তা ও ঘরবাড়ি। অনেক পরিবারে এখনো বন্ধ রয়েছে রান্নাবান্না। পানি নেমে গেলেও দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।

চট্টগ্রামের ফটিকছড়ি: পাহাড়-টিলা সাবাড়, ভরাট হচ্ছে পুকুর

কক্সবাজারের চকরিয়া: মাতামুহুরীতে বেড়া দিয়ে মাছ চাষ বিএনপি নেতার

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা