হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

মাওলানা লুৎফর রহমান হাসপাতালে ভর্তি

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জের বাসিন্দা মাওলানা লুৎফর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়। মাওলানা লুৎফর রহমান একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন।

মাওলানা লুৎফর রহমানের ছোট ছেলে আবু সালমান মোহাম্মদ আম্মার বলেন, আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে তাঁর বাবা রামগঞ্জের করপাড়া ইউনিয়নের বদরপুর গ্রামের নিজ বাড়িতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এ সময় তিনি মাথা ঘুরে পড়ে গেলে দ্রুত তাঁকে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে তাঁকে ঢাকায় পাঠানো হয়। 

সালমান মোহাম্মদ আম্মার আরও বলেন, চিকিৎসকের পরামর্শে অ্যাম্বুলেন্সে করে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে ২০২১ সালে একবার মাইনর স্ট্রোকে আক্রান্ত হন তাঁর বাবা। চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, আজ তাঁর মেজর স্ট্রোক হয়েছে। 

মাওলানা লুৎফর রহমানের পাঁচ মেয়ে ও দুই ছেলে রয়েছে। পরিবারের পক্ষ থেকে তাঁর জন্য দোয়া চাওয়া হয়েছে।

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক