হোম > সারা দেশ > কক্সবাজার

আট মামলায় ২১ দিন রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি জাফর

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি 

জাফর আলমকে প্রিজন ভ্যান থেকে নামানো হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে আট মামলায় ২১ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার সকালে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবিরের আদালত জাফরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাঁকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালত থেকে প্রিজন ভ্যানে করে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়।

চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের পরিদর্শক মো. আনোয়ার উল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘পেকুয়া থানার তিনটি মামলায় সাত দিনের রিমান্ড শেষে জাফরকে আজ আদালতে হাজির করা হয়। পরে আদালত তাঁকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

এর আগে ১৮ জুন চকরিয়া থানার পাঁচ মামলায় জাফরকে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। পরে আদালতে হাজির করে ২ জুলাই সাত দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে পেকুয়া থানায় নেওয়া হয়।

জাফরের আইনজীবী ওমর ফারুক বলেন, ‘আজ জাফরের জামিনের জন্য তাঁরা আবেদন করেননি। পরে জামিনের জন্য আবেদন করা হবে।’

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের