কুমিল্লার চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় মাইক্রোবাস-লরির সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন। আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশের উপপরিদর্শক খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন–মনোহরগঞ্জ উপজেলার ভাটগাঁও গ্রামের আবদুল মালেকের ছেলে ইব্রাহিম ও লাকসাম উপজেলার কামাল হোসেনের ছেলে তৌহিদুল ইসলাম।
পুলিশ জানায়, চট্টগ্রাম মুখী একটি লরি পেছন দিক থেকে দ্রুতগামী একটি মাইক্রোবাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজন নিহত হন। এ সময় আহত হন আরও একজন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে। এবং আহতকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়।