হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতিতে পারিবারিক বিরোধের জেরে একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। আজ রোববার সকালে নিহত ছকিনা বেগমের ছেলে মো. সোহাগ হোসেন বাদী হয়ে এই মামলা করেন। মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তিনজনকে গলা কেটে হত্যার ঘটনায় পাঁচজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। ওই মামলায় আটক তারেক হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এলাকাবাসী জানায়, উপজেলার চর পোড়াগাছার ৮ নম্বর ওয়ার্ডের নিজাম উদ্দিন ওরফে সিডু মেস্তুরির দুই সংসার। আগের সংসারের সৎছেলে তারেক ভোলায় বসবাস করেন। গতকাল শনিবার বিকেলে রামগতির পোড়াগাছার বাড়িতে আসেন তিনি। বাড়িতে আসার পর বাবার সঙ্গে তাঁর ঝগড়া হয়। পরে রাতে তিনি সৎমা ছকিনা বেগম, ছকিনার শিশুপুত্র মাহিন হোসেন ও নাতনি ফারিয়া আক্তারকে গলা কেটে হত্যা করেন। পালিয়ে যাওয়ার সময় তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫