হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে বাসা ভাড়া না দেওয়ায় অভিযোগে যুবকের ওপর হামলা, ২ দিন পর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বাসা ভাড়া না দেওয়ায় অভিযোগে প্রতিপক্ষের হামলায় আহত এক যুবক ঘটনার দুদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার নগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। এর আগে, গত শনিবার রাতে নগরের পাঁচলাইশ এলাকায় তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। 

নিহত যুবক নয়ন চৌধুরী (৩০)। পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) মুনিরা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মারধরের ঘটনায় ওই যুবক আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর পেটে জখম হয়েছিল। আজ সোমবার তিনি মারা গেছেন। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ) আরিফ হোসেন বলেছেন, এ হামলার হুকুমদাতা হিসেবে হোসেন উল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

তিনি জানান, মুরাদপুরের মোমেনবাগ আবাসিক এলাকায় একটি ভবনে নয়ন ও তাঁর দুই ভাই থাকতেন। কয়েক মাস ধরে তাঁরা বাসার ভাড়া দিচ্ছিলেন না। 

বাদী পক্ষের দাবি, তাঁদের ডেভেলপার ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় ভাড়া দিতে পারেননি। এদিকে গত শনিবার বাড়ির মালিক পক্ষ চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পশ্চিম ষোলশহর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে একটি অভিযোগ দাখিল করে। এরপর কিছু যুবক দেশীয় অস্ত্র ছুরি, লাঠি নিয়ে নয়নের ওপর হামলা চালায়। 

গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। আজ সোমবার সকাল ৭টা ৩৮ মিনিটে মারা যায় নয়ন। 

এ ঘটনায় হোসেন উল ইসলাম, সুজনসহ কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার