হোম > সারা দেশ > কুমিল্লা

চান্দিনায় প্রাইভেট কার-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশাচালক হাবিব (৩০) ঘটনাস্থলেই নিহত হন। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিব চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর গ্ৰামের দক্ষিণ-পূর্ব পাড়া ইউছুফ মোল্লাবাড়ির অলিউল্লাহর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল আনুমানিক পৌনে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুটুম্বপুর এলাকায় ঢাকাগামী একটি প্রাইভেট কার ও বিপরীত দিক ইলিয়টগঞ্জ থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালক হাবিব ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় অটোরিকশাটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থল থেকে গাড়ি দুটি থানায় নেওয়া হয়। এ ঘটনায় প্রাইভেট কারের চালক পলাতক রয়েছেন। 

বিষয়টি নিশ্চিত করে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক মো. সোহেল রানা দৈনিক আজকের পত্রিকাকে বলেন, প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশা চালক ঘটনাস্থলেই নিহত হন। গাড়ি দুটি থানায় আনা হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল