হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে দুপক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে ২ যুবক খুন 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে স্থানীয়দের দুপক্ষের মারামারির মধ্যে ছুরিকাঘাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮টায় চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার সাগরিকা বিটাক মোড়ে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় নিহতেরা হলেন মো. মাসুম (৩০) ও মো. সবুজ (২০)। 

নারীঘটিত ঘটনার জের ধরেই এই হত্যাকাণ্ড হতে পারে বলে জানিয়েছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। 

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের পুলিশ ফাঁড়ি থেকে খবর পেয়ে পাহাড়তলী থানার টিম ঘটনাস্থলে গেছে। হাসপাতালেও পুলিশের আলাদা টিম রয়েছে। 

কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে সেটি নিশ্চিত করে বলতে পারেননি ওসি। তবে নারী ঘটিত কারণে এই ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। 

এই বিষয়ে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, মো. সাগর নামে এক যুবক বন্ধু পরিচয় দিয়ে দুজনকে হাসপাতালে নিয়ে আসেন। 

সাগরের বরাত দিয়ে এসআই আশেক জানিয়েছেন, নারীঘটিত বিষয় নিয়ে দুপক্ষের মারামারির মধ্যে দুজনকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ