হোম > সারা দেশ > কক্সবাজার

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ: আড়াই হাজার পর্যটক সেন্ট মার্টিন ছেড়েছেন 

কক্সবাজার প্রতিনিধি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে সাগর। এ কারণে টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় তিনটি জাহাজে করে প্রায় আড়াই হাজার পর্যটক সেন্ট মার্টিন ছেড়েছেন। এর আগে বৈরী আবহাওয়ার কারণে ভ্রমণে আসা পর্যটকদের বিকেলের মধ্যে দ্বীপ ছাড়ার নির্দেশনা দিয়ে মাইকিং করা হয়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

কক্সবাজার সমুদ্র উপকূলে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। আজ রাতের মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট’ হামুল’ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানায় আবহাওয়া অফিসের কর্মকর্তারা। এ ছাড়া দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও আকাশ মেঘাচ্ছন্ন ছিল। সন্ধ্যার পর উপকূলে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিও হচ্ছে।

সতর্কতা সংকেত জারি হওয়ার পর টেকনাফের দমদমিয়া বিআইডব্লিউ ঘাট থেকে এমবি বারো আউলিয়া, কেয়ারী সিন্দাবাদ ও কেয়ারী ক্রুজ নামে তিনটি জাহাজ সেন্টমার্টিন দ্বীপে যায়। তিনটি জাহাজে করে আড়াই হাজার পর্যটক সন্ধ্যার আগে টেকনাফ এসে পৌঁছান। 

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন আজকের পত্রিকাকে বলেন, আবহাওয়া পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া কক্সবাজার শহর, ইনানী ও অন্যান্য সৈকতেও পর্যটকদের নিরাপদ ভ্রমণ ও গোসলে নামতে সতর্ক করা হচ্ছে। টুরিস্ট পুলিশ ও বিচ কর্মীরা সমুদ্র সৈকতে আসা পর্যটকদের সতর্কতার করার পাশাপাশি গভীর পানিতে নামতে পর্যটকদের নিরুৎসাহিত করছে বলে জানান তিনি।

আরও পড়ুন:

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল