হোম > সারা দেশ > কক্সবাজার

‘বাজি ধরে’ এক ঢোকে এক কাপ চা পান, যুবকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁও এলাকায় বন্ধুদের সঙ্গে বাজি ধরে এক কাপ গরম চা এক ঢোকে পান করেন মোহাম্মদ মোস্তফা (২০) নামে এক রোহিঙ্গা যুবক। এরপর বুক জ্বালা পোড়া শুরু হলে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির। যুবক মোস্তফা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানিয়েছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ইসলামপুর নতুন অফিস বাজারের একটি কুলিন কর্নারে এ ঘটনা ঘটেছে। 

তাওয়াককুল জুস কর্নার নামের দোকানি মোহাম্মদ জমির উদ্দীন জানান, রাতে তিনি বাড়িতে চলে যাওয়ার পর মোস্তফা বন্ধুদের সঙ্গে আড্ডার ছলে গরম চা পান করে অসুস্থ অবস্থায় তাঁর কাছে যান। এ সময় তাঁকে দ্রুত ঈদগাঁও ডায়াবেটিস কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে মোস্তফার মৃত্যু হয়। 

ঈদগাঁও থানার ওসি মোহাম্মদ গোলাম কবির বলেন, তিন বন্ধু একটা চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় এক ঢোকে এক কাপ গরম চা পানের বাজি ধরে। এতে তাঁর জ্বালা পোড়া শুরু হলে যন্ত্রণার উপশমে ঠান্ডা পানীয় ও আইসক্রিম খাওয়ানো হয়। এরপর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানিয়েছেন গরম চা পান করতে গিয়ে খাদ্য ও শ্বাসনালি পুড়ে গেছে তার।

ওসি বলেন, ওই যুবকের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি। 

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার