হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে আক্দের ৪ দিন পর তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিয়ের আক্দের চার দিন পর ইসরাত জাহান প্রিয়া নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের উত্তর সলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত তরুণী ওই এলাকার আহাম্মদুর রহমানের নতুন বাড়ির মো. নাসির উদ্দিনের মেয়ে। 

পুলিশের ধারণা, বিয়েকে কেন্দ্র করে পরিবারে সঙ্গে মান অভিমান করে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করছে প্রিয়া। তবে তদন্তে মূল ঘটনা বেরিয়ে আসবে বলেও জানান তারা।

স্থানীয়রা জানান, গত ২৫ এপ্রিল পারিবারিকভাবে ইসরাত জাহান প্রিয়ার (২১) বিয়ের আক্দ অনুষ্ঠিত হয়। তবে আক্দ অনুষ্ঠানে প্রিয়ার সম্মতি ছিল না। তার ইচ্ছের বিরুদ্ধে জোর করে আক্দ দেওয়ায় অভিমানে আত্মহত্যা করেছে সে। 

তবে নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রিয়ার ইচ্ছেতেই আক্দ অনুষ্ঠান করেছেন তারা। আক্দের পরদিন ঈদে স্বামীকে নিয়ে বিভিন্ন আত্মীয়–স্বজনের ঘরে গিয়ে বেড়িয়েছে সে। আগামী ২৬ মে বিয়ের অনুষ্ঠান হওয়ার দিনও ঠিক করা ছিল। 

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সামিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার রাতে খাওয়া-দাওয়া শেষে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন ইসরাত জাহান। আজ বেলা ১১টার সময় ঘুম থেকে না উঠলে প্রিয়ার মা লাকি আক্তার ডাকাডাকি করেন। এ সময় ছোট মেয়ে রিচি আক্তার ভেতর থেকে দরজা খুলে দিলে তার মা ঘরে ঢুকে দেখেন মেয়ে শয়ন কক্ষের পেছনে অপর একটি রুমের ভেতরে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলছে।’ 

তিনি আরও বলেন, ‘এ সময় তার চিৎকারে আশপাশের লোকজনে এগিয়ে আসেন। তারা বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে অবহিত করেন। পরে তিনি বিষয়টি থানায় জানালে আমরা পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করি। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।’

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার