হোম > সারা দেশ > চাঁদপুর

হাজীগঞ্জে আন্দোলনে নিহত আজাদ সরকারের লাশ উত্তোলন

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আজাদ সরকারের (৬৫) মরদেহ দাফনের এক মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁর নানার বাড়ি হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় উত্তর-পশ্চিমপাড়া গ্রামের মিজিবাড়ির পারিবারিক কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

আজাদ সরকার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড টোরাগড় গ্রামের সরকারবাড়ির বাসিন্দা ছিলেন। এ ঘটনায় আজাদের ছেলে আহমেদ কবির হিমেল টোরাগড়ার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী মনির হোসেন মিঠুকে প্রধান আসামি করে হাজীগঞ্জ থানায় ১৫ জনের নামে মামলা করেন। এতে অজ্ঞাতনামা ২০–২৫ জনকে আসামি করা হয়। মামলাটি আমলে নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. একরামুল ছিদ্দিক কবর থেকে মরদেহ উত্তোলনের আদেশ দেন। 

আজ দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিকের নির্দেশে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেনের উপস্থিতিতে এ মরদেহ উত্তোলন করা হয়। 

হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্ল্যাহ জানান, মামলার তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে আজাদ সরকারের মরদেহ উত্তোলন করা হয়। ময়নাতদন্তের পর ফের দাফন করা হবে। 

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আজাদ সরকার আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন। ওই দিন আরও শতাধিক ছাত্র-জনতা আহত হন। তাঁদের অনেকে এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ