হোম > সারা দেশ > চাঁদপুর

হাজীগঞ্জে আন্দোলনে নিহত আজাদ সরকারের লাশ উত্তোলন

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আজাদ সরকারের (৬৫) মরদেহ দাফনের এক মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁর নানার বাড়ি হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় উত্তর-পশ্চিমপাড়া গ্রামের মিজিবাড়ির পারিবারিক কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

আজাদ সরকার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড টোরাগড় গ্রামের সরকারবাড়ির বাসিন্দা ছিলেন। এ ঘটনায় আজাদের ছেলে আহমেদ কবির হিমেল টোরাগড়ার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী মনির হোসেন মিঠুকে প্রধান আসামি করে হাজীগঞ্জ থানায় ১৫ জনের নামে মামলা করেন। এতে অজ্ঞাতনামা ২০–২৫ জনকে আসামি করা হয়। মামলাটি আমলে নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. একরামুল ছিদ্দিক কবর থেকে মরদেহ উত্তোলনের আদেশ দেন। 

আজ দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিকের নির্দেশে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেনের উপস্থিতিতে এ মরদেহ উত্তোলন করা হয়। 

হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্ল্যাহ জানান, মামলার তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে আজাদ সরকারের মরদেহ উত্তোলন করা হয়। ময়নাতদন্তের পর ফের দাফন করা হবে। 

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আজাদ সরকার আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন। ওই দিন আরও শতাধিক ছাত্র-জনতা আহত হন। তাঁদের অনেকে এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত, তিন সদস্য জিম্মি

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও