টানা ৪০ দিন (৯ জুলাই-১৮ আগস্ট) 'তাকবিরে উলার' সঙ্গে নামাজ আদায় করায় ১২ জন মুসল্লিকে পুরস্কৃত করা হয়েছে। আজ শুক্রবার ১২ জন মুসল্লির মাঝে বাইসাইকেল বিতরণ করেছে হাবিবিয়া জামে মসজিদ কর্তৃপক্ষ।
ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মধ্যম চরচান্দিয়া গ্রামের হাবিবিয়া জামে মসজিদে কুয়েত প্রবাসীদের সহযোগিতায় এ পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, 'নামাজ প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর ফরজ। লকডাউন চলাকালীন দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় কোমলমতি শিক্ষার্থীরা যেন অন্যায় কাজে জড়িয়ে না পড়ে তাই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কিশোর, যুবক, বৃদ্ধ সকলের অংশগ্রহণে মসজিদে মুসল্লির সংখ্যা বাড়ছে। তরুণেরা নামাজি হচ্ছে। যারা নামাজ পড়তে জানে না তাঁরা নামাজ শিখছে।'