হোম > সারা দেশ > কক্সবাজার

নিখোঁজের ৩০ ঘণ্টা পর কক্সবাজার সৈকতে ভেসে এল কিশোরের মরদেহ 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজের ৩০ ঘণ্টা পর এক কিশোরের মরদেহ উদ্ধার হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় কক্সবাজার শহরের নাজিরারটেক সৈকতে মরদেহটি ভেসে আসে।

মৃত কিশোরের নাম মোহাম্মদ তারেক (১৪)। সে ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের শাহ ফকির বাজার এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

মাসুদ রানা বলেন, গত সোমবার সকালে ঈদের নামাজ শেষে ঈদগাঁও উপজেলার শাহ ফকির বাজার এলাকার ৭ কিশোর বন্ধু মিলে ঈদ উপলক্ষে সমুদ্রসৈকতে বেড়াতে আসে। তারা সৈকতে এসে ঘোরাঘুরির একপর্যায়ে সৈকতের কলাতলী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি স্থানে গোসলে নামে। এ সময় ভাটার টানে স্রোতে তারেক ভেসে যায়। 

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার শহরের নাজিরারটেক উপকূলের সৈকতে একটি মৃতদেহ ভেসে আসার খবর দেন স্থানীয়রা। বিচের কর্মীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে কিশোরের স্বজনেরা লাশের পরিচয় শনাক্ত করেন। রাতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল