হোম > সারা দেশ > কুমিল্লা

আগে শিবির ট্যাগ দিয়ে মারত, এখন ছাত্রলীগ বলে মারে: কুবি শিক্ষার্থী

কুবি প্রতিনিধি

‘আগে ছাত্রশিবির ও ছাত্রদল ট্যাগ দিয়ে মারা হতো, এখন ছাত্রলীগ ট্যাগ দিয়ে মারা হয়। তাহলে যেটা বাংলাদেশ ২.০ (গত ৫ আগস্ট-পরবর্তী সময়) আমরা বলছি সেটা কি পেলাম? কেউ অন্যায় করলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।’ সারা দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত মানববন্ধনে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আসিফ মাহমুদ। 

আসিফ মাহমুদ বলেন, ‘আপনি সর্বোচ্চ কোনো বিদ্যাপীঠের শিক্ষার্থী মানে আপনি আইনের ঊর্ধ্বে কেউ নন, আপনাকে আইন হাতে তুলে নেওয়ার অধিকার কেউ দেয় নাই। সর্বোচ্চ বিদ্যাপীঠের কেউ কাউকে পিটিয়ে মেরে ফেলার মানসিকতার হতে পারে না। ছাত্র গণ-অভ্যুত্থানের প্রথম রক্ত ঝরেছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। এই বিশ্ববিদ্যালয় থেকে আমরা এর তীব্র নিন্দা জানাই।’ 

গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর পর্যন্ত মিছিল বের করা হয়। পরবর্তীতে গোলচত্বর প্রদক্ষিণ করে মূল ফটকে আবার এসে শেষ হয় মিছিল। 

মিছিলে শিক্ষার্থীরা ‘ক্যাম্পাসে মানুষ মরে, প্রশাসন কী করে?’ , ‘ক্যাম্পাসে খুন কেন, প্রশাসন জবাব চাই’, ‘ছাত্র তুই মানুষ হ, মানুষ হ মানুষ হ’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। 

মানববন্ধনে উপস্থিত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মারুফ আহমেদ বলেন, ‘সারা দেশে যে মব ভায়োলেন্স (উচ্ছৃঙ্খল জনতার সহিংসতা) চলছে, তা কোনোভাবে কাম্য নয়। আমরা এটা মেনে নেব না, আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা করার জন্য। কিন্তু এভাবে বিনা বিচারে কাউকে হত্যা করা হলে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে না। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সব হত্যাকারীর শাস্তি দাবি করছি।’ 

ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ফাহিম আবরার বলেন, ‘আমরা দেখেছি ২০১৯ সালে বুয়েটে আবরার ফাহাদকে হত্যা করা হয় শিবির ট্যাগ দিয়ে। এখন আবার লীগের ট্যাগ দিয়ে অনেক মানুষকে শারীরিক-মানসিক নির্যাতন করা হচ্ছে, যা কোনোভাবে কাম্য নয়। কেউ বিচারবহির্ভূত কাজ করলে আইনের মাধ্যমে তার বিচার হবে, কিন্তু আইন হাতে নেওয়া উচিত না। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাইছি এই ট্যাগ দেওয়া কালচার বন্ধ হোক এবং সব হত্যাকারীর সুষ্ঠু বিচার হোক।’

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট