হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে প্রথম করোনা শনাক্ত রোগীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

ছবি: সংগৃহীত

করোনায় আক্রান্ত হয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেবল হক (৮০) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি চলতি বছর জেলায় প্রথম করোনা রোগী হিসেবে শনাক্ত হন। গতকাল মঙ্গলবার রাতে তিনি মারা যান।

আজ বুধবার দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ফরিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

ফরিদ উদ্দিন জানান, জেবল হক নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশির হাট ইউনিয়নের লামছি প্রসাদ গ্রামের বাসিন্দা ছিলেন। করোনার উপসর্গ নিয়ে গতকাল দুপুরে হাসপাতালে আসেন। উপসর্গ থাকায় দায়িত্বরত চিকিৎসক তাঁর করোনা পরীক্ষা করার জন্য বলেন। নমুনা পরীক্ষায় তাঁর করোনা শনাক্ত হয়। পরে তাঁকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল।

হাসপাতালের তত্ত্বাবধায়ক আরও জানান, জেলার আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরটিপিসিআর ল্যাবে কিছু সমস্যা এবং কিট না থাকায় সেগুলোতে টেস্ট চালু করা হয়নি। তবে জেনারেল হাসপাতালের ল্যাবে স্বল্পসংখ্যক কিছু কিট দিয়ে র‍্যাপিড অ্যান্টিজেন্ট টেস্ট করা হচ্ছে। এ পর্যন্ত ২৭টি নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয় এবং তিনি মারা যান। হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে রোগীর তেমন চাপ নেই। তবে প্রতিদিন এক-দুজনের নমুনা পরীক্ষা করা হচ্ছে।

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট