হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে ২৬০ জনের করোনা পজিটিভ

প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুরে একদিনে আরও ২৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন সংগৃহীত মোট নমুনার সংখ্যা ছিল ৬৮৪টি। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ৩৮.০১ %। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। 

অফিস সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১২০ জন, হাজীগঞ্জের ২৬ জন, ফরিদগঞ্জের ২২ জন, মতলব উত্তরের ১১ জন, মতলব দক্ষিণের ২২ জন, হাইমচরের ৪৪ ও শাহরাস্তির ১৫ জন রয়েছেন। 

একই দিনে ১০৮ জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৫২ জন, ফরিদগঞ্জের ১১ জন, হাজীগঞ্জের ১৯ জন, মতলব দক্ষিণের সাতজন, মতলব উত্তরের ছয়জন, কচুয়ার ১০ জন, শাহরাস্তির একজন ও হাইমচরের দুজন। 

নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১১৭০৮ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮৭ জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ৭৪৪১ জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪০৮০ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ১২০ জন। বাকিরা হোম আইসোলেশনে আছেন। 

এদিকে জেলায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে যাওয়ায় তাদের চিকিৎসা ও সেবা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকেরা। কারণ, এত অধিক সংখ্যক রোগীকে প্রাতিষ্ঠানিক ও হোল আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া অনেক কষ্টকর। এ জন্য প্রয়োজনীয় সংখ্যক লোকবল নেই স্বাস্থ্য বিভাগে। বিশেষ করে চাঁদপুর সদর হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গে আক্রান্ত রোগীর চাপ অস্বাভাবিক হারে বেড়েই চলেছে। 

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট