হোম > সারা দেশ > কক্সবাজার

আবার কক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে এল বর্জ্য

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্রসৈকতের ১০ কিলোমিটার এলাকা জুড়ে ভেসে এল বর্জ্য। আজ মঙ্গলবার শহরের নাজিরারটেক থেকে কলাতলী পয়েন্টের বিভিন্ন সৈকতে এসব বর্জ্য ভেসে আসে। পরে কলাতলী, সুগন্ধা ও লাবণি পয়েন্টে বর্জ্য অপসারণের কাজ শুরু করে বিচ কর্মীরা।

সমুদ্রসৈকতে নিয়োজিত জেলা প্রশাসনের বীচ কর্মীদের সুপারভাইজার বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা, সী-গাল, লাবণি, শৈবাল পয়েন্টসহ বিভিন্ন পয়েন্টে ছোট্ট-ছোট্ট গাছের টুকরা, বাঁশের শেকড়, পোড়া কাঠ ও খড় ভেসে আসে। এসব বর্জ্য পরিচ্ছন্নতা কর্মীরা দুপুর থেকে সরানোর কাজ করেছে।’

এর আগে ২০২০ সালে কয়েক দফায় এবং ২০২৩ সালের মার্চ মাসেও টানা কয়েক দিন একই ধরনের বর্জ্য সমুদ্রসৈকতে ভেসে এসেছিল। অবশ্যই ২০২০ সালে বিভিন্ন প্লাস্টিকের বর্জ্যও ছিল।

এদিকে ভেসে আসা বর্জ্য পর্যবেক্ষণে আসেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বুরি) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা আবু শরীফ মো. মাহবুব-ই-কিবরিয়ার নেতৃত্বে একদল বিজ্ঞানী। কী কারণে বর্জ্যের জোয়ার আসল তা খতিয়ে দেখতে নমুনা সংগ্রহ করেছেন তারা।

আবু শরীফ মো. মাহবুব-ই-কিবরিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘সাম্প্রতিক সময়ে পাহাড়ি ঢল ও সোনাদিয়া দ্বীপের প্যারাবনের গাছ কেটে পুড়িয়ে ফেলা গোড়ালি হতে পারে। আবার পাহাড় ধসে আসা বর্জ্যও হতে পারে। কয়েকটি কারণ সামনে রেখে বিষয়টি অনুসন্ধান করে দেখা হচ্ছে।’

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর