হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে মিনিবাস উল্টে খতিব নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের শাহ আমানত সেতুতে (নতুন ব্রিজে) নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাস উল্টে একজন নিহত হয়েছেন। শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। বাকলিয়া থানার এসআই আব্দুলাহ আল ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতের নাম সাইফুদ্দিন খালেদ (৪৫)। তিনি পটিয়ার বৈলতলী সড়কের হাজী আবদুস ছাত্তার জামে মসজিদের খতিব ছিলেন।

নিহত সাইফুদ্দিন খালেদের প্রতিবেশি ইমরুল কায়েস বলেন, তাঁর বাড়ি বাঁশখালী গণ্ডমারা ৩ নম্বর ওয়ার্ডে। সাইফুদ্দিন খালেদ মসজিদের খতিব ছিলেন। গতকালকও তিনি মাহফিল করেছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। তাঁদের চমেকে নেওয়া হয়েছে। হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে তাঁরা ভর্তি আছেন।

আহতরা হলেন—মীর হোসেইন রবিন (৩০), মিজান (২৮), কবির আহমদ (৩০), রাশেদুল ইসলাম (৩০), বশির আহমেদ (৫০), নাসির আহমেদ (৫৫), সাহেবা (২১), জয়নাব বেগম (৩৫), মো. অভি (১২), আরজু (১৭) ও লাকি আক্তার (৪০)।

প্রত্যক্ষদর্শীর বরাতে বাকলিয়া থানার এসআই আব্দুলাহ আল ইমরান বলেন, ‘মিনিবাসটি কর্ণফুলী মইজ্জারটেক এলাকা থেকে নতুন ব্রিজের ওপর এলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। বাসের জানালার কাচ ভেঙে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।’

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের