হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে অটোরিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার, পাওনার জন্য হত্যা দাবি পরিবারের

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে অটোরিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার। ছবি: সংগৃহীত

চাঁদপুরে শরীফ তালুকদার (১৯) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার ভোরে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের চৌরাস্তা এলাকার একটি অটোরিকশার পার্টসের দোকান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁর স্বজনদের দাবি, পাওনা টাকার দাবিতে তাঁকে হত্যা করে লাশ ওই দোকানে ঝুলিয়ে রাখা হয়।

চাঁদপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজিব চক্রবর্তী আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।

এ ঘটনায় আজ দুপুরে শরীফ তালুকদারের মামা মো. জসিম উদ্দিন ভূঁইয়া থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। শরীফ উপজেলার বাগাদী ইউনিয়নের ব্রাহ্মণ সাখুয়া গ্রামের তালুকদার বাড়ির মফিজ তালুকদারের ছেলে।

যাঁদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, তাঁরা হলেন, চৌরাস্তার অটোরিকশা পার্টসের দোকানি নানুপুর গ্রামের মো. রাসেল গাজী (২৮), তাঁর দোকানের মিস্ত্রি সুমন পাটওয়ারীসহ (৩৫) অজ্ঞাতপরিচয় কয়েকজন।

অভিযোগকারী জসিম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘আমার ভাগনে শরীফের কাছে অটোরিকশার দৈনিক ভাড়া বাবদ ১১ হাজার টাকা পাওনা ছিল রাসেল গাজী। আগামী ১২ ডিসেম্বর ওই টাকা পরিশোধ করার কথা ছিল। কিন্তু গতকাল শনিবার রাত ৯টার দিকে রাসেল তাঁর দোকানে ডেকে নিয়ে শরীফকে বেদম মারধর করে। তাতে তার মৃত্যু হয়েছে বুঝতে পেরে দোকানের কাঠের সঙ্গে পরনের বেল্ট দিয়ে ঝুলিয়ে রাখে। আজ ভোরে এলাকার মনির হোসেন মেম্বারের মাধ্যমে আমরা এই ঘটনা জানতে পারি।’

জসিম উদ্দিন ভূঁইয়া আরও বলেন, ভোর ৫টার দিকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।

শরীফ তালুকদারের স্ত্রী বিউটি বেগম ছয় মাসের অন্তঃসত্ত্বা। বিউটির বাবা পার্শ্ববর্তী ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ হরিণা গ্রামের বাসিন্দা মোশারফ সিকদার। তিনি বলেন, ‘মেয়ে আমাকে জানিয়েছে, গত রাতে শরীফকে টাকার জন্য রাসেল দোকানে আটকে রাখে। মেয়েকে ৩ হাজার টাকা পাঠানোর জন্য চাপ দেয় রাসেল। বিউটি সকালে টাকা দেবে এবং তার স্বামীকে ছেড়ে দেওয়ার অনুরোধ করে। কিন্তু তারা মেয়ের কথায় কর্ণপাত করেনি।’

এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজিব চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থল থেকে ওই চালকের লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। ঘটনা তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের