ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে নোয়াখালীর উপকূলীয় উপজেলা হাতিয়ার কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দুপুর আড়াইটার পর থেকে স্বাভাবিকের চেয়ে নদীতে জোয়ারের পানি বেড়েছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়।
জানা গেছে, দুপুর আড়াইটার পর থেকে হাতিয়ার নিঝুম দ্বীপ ইউনিয়ন, সুখচর ইউনিয়নের ডালচর ও হরণি ইউনিয়নের চর ঘাসিয়া, বয়ারচর গ্রামে স্বাভাবিকের চেয়ে ৪-৫ ফুট পানি বেড়ে যায়। এতে এসব এলাকার বসতিগুলো অনেকটাই ডুবে গেছে। অনেকে ঘরবন্দী হয়েছে বলে জানা যায়।
এ দিকে দুপুর ২ টার পর থেকে জেলাজুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। তবে বাতাসের বেঘ কম থাকায় কোথাও ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশীষ চাকমা বলেন, ‘নিঝুম দ্বীপের বাড়িঘরগুলো বেশি পানিতে ডুবে গেছে। তাদেরকে স্থানীয় আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে। এছাড়া আশপাশের দোতলা ভবনগুলোযও তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে।’