হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

কসবায় কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ শুরু

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার কৃষক মো. ইয়াছিন মিয়ার কাছ থেকে তিন টন ধান ক্রয়ের মাধ্যমে এ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

উপজেলা খাদ্য কর্মকর্তা কাওসার সজিবের সভাপতিত্বে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান। বিশেষ অতিথি ছিলেন কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন। 

উপস্থিত ছিলেন–কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, সহসভাপতি নেপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক আবুল খায়ের স্বপন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ শহীদুল্লাহ, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মোজাম্মেল হোসেন প্রমুখ। 

জানা গেছে, উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌরসভায় কৃষি অ্যাপের মাধ্যমে ধান বিক্রয়ে আবেদন করেন এক হাজার ২৯ জন কৃষক। এদের মধ্যে এক হাজার ২১ জন কৃষকের আবেদন গৃহীত হয়। ৮ জন কৃষকের আবেদন বাতিল করা হয়। 

গৃহীত এক হাজার ২১ জন কৃষকদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৩২০ জন কৃষককে বাছাই করেন উপজেলা প্রশাসন। তাদের কাছ থেকে আগামী ৩১ আগস্টের মধ্যে এক হাজার ১১৮ মেট্রিকটন ধান ক্রয় করা হবে বলেন জানান উপজেলা খাদ্য কর্মকর্তা। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতি কৃষকের কাছ থেকে সর্বোচ্চ তিন টন ধান ক্রয় করা হবে। প্রতি কেজি ধান ৩০ টাকা দরে এক হাজার ২০০ টাকা মন কেনা হবে এই ধান। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিমুল এহসান খান আজকের পত্রিকাকে বলেন, ‘লটারির মাধ্যমে বিজয়ী কৃষকদের কাছ থেকে কেনা হবে এই ধান। ধান বিক্রি করতে এসে কৃষক যেন কোনো প্রকার হয়রানির শিকার না হয় সেদিকে নজরদারি থাকবে। কৃষক এবং গুদাম কর্মকর্তার মাঝখানে মধ্যস্বত্বভোগীরা না আসতে পারে সেদিকেও নজর থাকবে উপজেলা প্রশাসনের।’

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড