হোম > সারা দেশ > নোয়াখালী

ছুটি শেষে সকালে কাজে যোগদান, রাতেই অগ্নিদগ্ধে মৃত্যু 

নোয়াখালী প্রতিনিধি

বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ফায়ার সার্ভিসের কর্মী মো. আলা উদ্দিন (৩৫) গতকাল শনিবার সকালে ছুটি শেষে কর্মস্থল যান। কাজে যোগদানের পর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ঘটনাস্থলে গিয়ে কর্মরত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান তিনি। 

নিহত আলা উদ্দিন নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের বড় মুন্সিবাড়ির আবদুর রশিদের ছেলে। তাঁর তাজ উদ্দিন তাহিম নামে ৬ বছর বয়সী এক ছেলে রয়েছে। 

নিহতের বড় ভাই জহির উদ্দিন বলেন, ‘মা-বাবা, ছয় ভাই ও চার বোন নিয়ে আমাদের সংসার। ভাইদের মধ্যে পঞ্চম ছিল আমার ভাই আলা উদ্দিন। ১৫ বছর আগে বাংলাদেশ ফায়ার সার্ভিসে ফায়ারম্যান হিসেবে যোগদান করে সে। প্রথমে তাঁর কর্মস্থল ছিল ঢাকা। পরে ফেনী, চট্টগ্রামের আগ্রাবাদ, নোয়াখালীর সোনাইমুড়ী, কুমিল্লা এবং সবশেষ চট্টগ্রামের কুমিরা ফায়ার স্টেশনে কর্মরত ছিল।’

জহির উদ্দিন আরও বলেন, ‘গত সপ্তাহের প্রথম দিকে ছুটিতে বাড়িতে আসে আমার ভাই। প্রায় সাত দিনের ছুটি শেষে গতকাল সকালে বাড়ি থেকে গিয়ে চট্টগ্রামের কুমিরা স্টেশনে যোগদান করে। রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি এলাকার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে স্টেশনের অপর সদস্যদের সঙ্গে ঘটনাস্থলে যায়। সেখানে কর্মরত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মারা যায় আমার ভাই।’ 

নিহতের বড় ভাই আরও বলেন, ‘আলা উদ্দিনের মরদেহ আনার বিষয়ে আগ্রাবাদ কন্ট্রোলরুমে যোগাযোগ করা হয়েছে। আমাদের জানানো হয়েছে, সব প্রক্রিয়া শেষে মরদেহ বাড়িতে পাঠানো হবে। বর্তমানে তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।’ 

সীতাকুণ্ডে বিস্ফোরণ সম্পর্কিত সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন

এদিকে আলা উদ্দিনকে হারিয়ে তাঁর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। শোকে পাথর হয়ে গেছেন বাবা আবদুর রশিদ, মা মমতাজ বেগম ও স্ত্রী তাসলিমা সুলতানা। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকা।

এই সম্পর্কিত সর্বশেষ:

কুমিল্লায় নির্বাচনের মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

চাঁদপুরে ট্রাকচাপায় শিশু নিহত

এবার আমরা সরকার গঠন করব: জামায়াত নেতা ডা. তাহের

ভাসানচর থেকে পালিয়ে আসা শিশুসহ ৭ রোহিঙ্গা আটক

চট্টগ্রামে সুন্নিজোট প্রার্থীর গাড়িতে হামলা

সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের কবর জিয়ারত করলেন বিএনপি নেতারা

মতলব উত্তর যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

ফেনীতে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্বৃত্তের আগুন