হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবি, সংবাদ সম্মেলনে গণপদত্যাগের হুঁশিয়ারি

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে টাকার বিনিময়ে পদ বিক্রি করে বিএনপিকে ধ্বংসের পাঁয়তারা করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটির তৃণমূলের কর্মীরা। তৃণমূলের কর্মীদের অভিযোগ, ত্যাগী নেতা–কর্মীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে উপজেলার বাইরের লোকজনকে দলীয় পদ দেওয়া হয়েছে। তৃণমূলের কর্মীদের ভাষ্য অনুযায়ী, জাতীয় পার্টির লোকজনকেও পদে আনা হয়েছে। এছাড়া পদ পেয়েছেন দলের বহিষ্কৃত নেতাদের অনেকেই। এতে তৃণমূল নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

তৃণমূলের কর্মীরা বলছেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জিল্লুর রহমানকে কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। অথচ তিনি একজন বিতর্কিত ব্যক্তি। তাঁর বিরুদ্ধে এর আগে জুতা ও ঝাড়ু মিছিল পর্যন্ত করা হয়েছে। 

আজ শুক্রবার নবীনগর প্রেসক্লাব কার্যালয়ে এসব বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম। তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। এছাড়া সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফুরকানুল ইসলাম ফুরকান, প্রফেসর সিরাজুল ইসলাম, সাবেক পৌরমেয়র মাঈনুদ্দিন মাঈনু, জিয়াউল হক মুকুল, মফিজুল ইসলাম মুকুল, আমজাদ হোসেন প্রমুখ। 

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির বিতর্কিত আহ্বায়ক জিল্লুর রহমান টাকার বিনিময়ে বিতর্কিত ব্যক্তিদের দিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করেছেন। কমিটিতে ত্যাগী নেতা–কর্মীদের মূল্যায়ন করা হয়নি। 

অতি দ্রুত এই কমিটি বাতিল না করা হলে উপজেলার ২১টি ইউনিয়নের বিএনপি, যুবদল ছাত্রদলের নেতা-কর্মীদের নিয়ে সম্মিলিতভাবে গণপদত্যাগ করা হবে। দাবি মানা না হলে আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়।      

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড