হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে সৎমাসহ ৩ জনকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি

পারিবারিক বিরোধের জেরে লক্ষ্মীপুরের রামগতিতে সৎমাসহ তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘাতক তারেকুর রহমান আরিফকে (২৫) আটক করেছে এলাকাবাসী। আজ শনিবার উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন ওই গ্রামের কাঠমিস্ত্রি সিডু মিয়ার স্ত্রী সোকিনা বেগম (৪০), তাঁর শিশুপুত্র মাহিন (৬) ও নাতনি ফারিয়া আক্তার (৪)। আর ঘাতক রিপন সিডু মিয়ার আরেক সংসারের ছেলে। 

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পারিবারিক বিরোধে তিনজনকে কুপিয়ে হত্যা করা হয়। এর মধ্যে একজন নারী, তার শিশুছেলে এবং নাতনি রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মগে পাঠানো হবে।’ এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

স্থানীয়রা জানায়, সিডু মিয়া (মিস্ত্রি) আরেকটি সংসারের ছেলে মো. রিপন ঢাকায় থাকতেন। দুই দিন আগে লক্ষ্মীপুরের রামগতির বাড়িতে আসেন। সন্ধ্যার দিকে তিনি তাঁর সৎমা, ছোট ভাই এবং ভাগনিকে কুপিয়ে হত্যা করেন। 

হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা রিপনকে ধরে ফেলে। খবর পেয়ে রামগতি থানা-পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা তাঁকে পুলিশে সোপর্দ করে। ঘটনার সময় সিডু মিয়া বাড়িতে ছিলেন না। 

উপজেলার চর পোড়াগাছা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন ও ইউপি সদস্য হুমায়ূন কবির সবুজ আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যার দিকে আরিফ হোসেন রিপন তিনজনকে কুপিয়ে হত্যা করে পালানোর চেষ্টা করে। এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাসদস্যরা উপস্থিত হয়েছে।’

রাঙ্গুনিয়ায় বাসের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি