হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে বহুতল ভবন নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বহুতল ভবন নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের বার্মা কলোনি এলাকায় অবৈধভাবে বহুতল ভবন নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। আজ রোববার নগরীর বায়েজিদ থানার বার্মা কলোনিতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অভিযোগ করা হয়, রিফিউজি এলাকায় বহুতল ভবন নির্মাণে প্রশাসনের নিষেধাজ্ঞা থাকলেও একশ্রেণির ভূমিদস্যু বার্মা কলোনিতে বহুতল ভবন নির্মাণ করছে। যা কলোনির জন্য ঝুঁকিপূর্ণ। এতে আতঙ্কে রয়েছে কলোনির বাসিন্দারা। এ সময় অবিলম্বে ভবন নির্মাণ বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে নগরীর বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম ষোলোশহরে ৩৫ দশমিক ১৫ একর জায়গা বার্মা কলোনি হিসেবে বরাদ্দ করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৎকালীন বার্মা (বর্তমানে মিয়ানমার) থেকে পালিয়ে এসে অনেক মানুষ চট্টগ্রামে এই এলাকাটিতে বসবাস শুরু করে।

এগুলো তত্ত্বাবধানের দায়িত্বে আছে চট্টগ্রাম জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা। শরণার্থীদের পুনর্বাসনের এই জায়গা বিক্রি, দখল ও হস্তান্তর আইনত নিষিদ্ধ।

জানতে চাইলে চট্টগ্রাম জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ছাইফুল্লাহ মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘রিফিউজি এলাকায় বহুতল ভবন নির্মাণ আইনে সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে। সেখানে এই ধরনের কেউ ভবন নির্মাণ করলে তাঁর বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা এটা খোঁজ নিয়ে দেখছি।’

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬