হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলিতে রোহিঙ্গা নিহত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী দলের মধ্যে গোলাগুলির ঘটনায় মো. ইব্রাহিম (৩০) নামে একজন নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রোহিঙ্গা শিবিরে নিরাপত্তার দায়িত্বে থাকা ১৬ এপিবিএনের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি হাসান বারী নুর। 

নিহত ইব্রাহিম উপজেলার নয়াপাড়া শিবিরের সি-ব্লকের বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি এক সময় রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ ‘জকির বাহিনী’র সক্রিয় সদস্য ছিল। 

এ বিষয়ে অতিরিক্ত ডিআইজি বলেন, গতকাল সন্ধ্যার পর টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের পাশের পাহাড়ি এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

হাসান বারী নুর আরও বলেন, ক্যাম্পে দুই রোহিঙ্গা সন্ত্রাসী দলের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা