হোম > সারা দেশ > চট্টগ্রাম

ওদের সবার হাতে অস্ত্র আছে, জিম্মি জাহাজ থেকে নাবিকের অডিওবার্তা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আরব মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি হওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ থেকে বাংলাদেশি নাবিকের অডিও বার্তা পাওয়া গেছে। তবে তাঁর পরিচয় জানা যায়নি। 

ওই অডিও বার্তায় বলতে শোনা যায়, ‘আমাদের ভয়ভীতি দেখাচ্ছে ডাকাতেরা। আমি ওয়াশরুম থেকে ভয়েস দিচ্ছি। ওরা সাত থেকে আটজন আছে। আমাদের ওদের ডেরায় নিয়ে যাবে। ওদের সবার কাছে গান (অস্ত্র) আছে।’ 

একই অডিও বার্তায় বলা হয়, ‘আমরা মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাইয়ের পথে যাচ্ছিলাম। ওরা (ডাকাতেরা) দুই মাস আগে ইরানি একটি ফিশিং বোট আটক করছিল। ওটা আমাদের জাহাজের সাথে বর্তমানে বাঁধা আছে। ওটা থেকেই মূলত ডাকাতরা আমাদের আক্রমণ করে। ওই ফিশিং বোটটা ওরা হয়তো ছেড়ে দেবে। ওই বোটের জন্য আমরা ডিজেল দিলাম। আমাদের নিয়ে ওরা (ডাকাতেরা) হয়তো ওদের আস্তানায় চলে যাবে।’ 

গতকাল মঙ্গলবার রাতে আরেকটি জাহাজে কর্মরত চট্টগ্রামের হালিশহর এলাকার আরমান হোসেন বাবু নামের একজনের কাছে এই বার্তা আসে। বার্তাটি আজকের পত্রিকার কাছে এসে পৌঁছেছে। 

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন জানিয়েছেন, বেসরকারি শিপিং কোম্পানি এসআর শিপিং লিমিটেডের এমভি আব্দুল্লাহ জাহাজটি আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দিকে যাচ্ছিল। পথে সোমালিয়ার অফকোস্টে ৪৫০ নটিক্যাল মাইল দূরে জলদস্যুদের কবলে পড়ে। জাহাজটিতে মোট ২৩ জন বাংলাদেশি নাবিক রয়েছেন। জলদস্যুরা জাহাজটির পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা