হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন ২৫ শ্রমিক

বান্দরবান প্রতিনিধি

ছবি: সংগৃহীত

বান্দরবানের লামা উপজেলা থেকে অপহৃত ২৫ জন রাবার বাগানশ্রমিককে ১০ লাখ টাকা মুক্তিপণ আদায়ের মাধ্যমে ছেড়ে দিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। আজ মঙ্গলবার সকালে তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে নিশ্চিত করেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন ।

এর আগে রোববার উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি মুরুংঝিরি এলাকা থেকে অপহরণ করা হয় ২৬ শ্রমিককে। পরদিন সকালে জিয়াউর রহমান নামে একজন আহত অবস্থায় পালিয়ে আসেন।

মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মো. ফারুক (২৬), মো. আইয়ুব আলী (২৬), মো. সিদ্দিক (৪০), মো. আব্দুল খালেক (২০), আব্দুল মাজেদ (১৭), মনিরুল ইসলাম (৩০), জিয়াউর রহমান (৪৫), মো. মোবারক (২৫), মো. হারুল (৩০), সৈয়দ নুর (২৮), রমিজ উদ্দিন (৩০), মো. কায়ছার (৩৮), মো. মনির হোসেন (৩৫), মো. ইমরান (১৭), মঞ্জুর (৩০), আফসার আলী (২৫), মো. খাইরুল আমিন (৩০), আবু বক্কর (২৯), আবদুর রাজ্জাক (৩৩) ও মো. মবিন (২৫)। এঁরা সবাই কক্সবাজারের রামু ও ঈদগাহ এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা। অপর ছয়জনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

আরাফাত রাবারবাগানের মালিক মো. ফোরকান জানান, অপহৃত শ্রমিকদের বেশি মারধর করা হয়েছে। তাঁদের ১০ লাখ টাকা মুক্তিপণ দিয়ে মুক্ত করা হয়েছে। বর্তমানে তাঁরা কক্সবাজারের ঈদগাহ হাসপাতালে চিকিৎসাধীন।

সার্বিক বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) মো. আব্দুল করিম জানান, আজ সকালে ২৫ শ্রমিককে সন্ত্রাসীরা ছেড়ে দিয়েছে। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক