হোম > সারা দেশ > চট্টগ্রাম

কারচুপির অভিযোগ এনে পটিয়ায় স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

কারচুপির অভিযোগ এনে পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মোহাম্মদ শফিকুল ইসলাম ভোট বর্জন করেছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে তিনি ভোট বর্জন করেন। 

শফিকুল ইসলামের অভিযোগ, ১ নম্বর আয়শা সিদ্দিকা মহিলা মাদ্রাসা কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বের করে দেন নৌকার প্রার্থী ফৌজুল কবির কুমার। এ অভিযোগ এনে ভোট বর্জন করেন বলে জানান তিনি। 

শফিকুল ইসলাম বলেন, ‘নৌকা মার্কার প্রার্থীর সমর্থকেরা জোরপূর্বক কেন্দ্র দখল করেছে। পুলিশ প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের অনেক সদস্য সরাসরি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছে। এই ইউনিয়নে কোনো সুষ্ঠু ভোট হতে না দেওয়া, নির্বাচনের পূর্বের দিন থেকে আমার ঘরে পুলিশের অভিযান, আমার কর্মী-সমর্থকদের গ্রেপ্তার ও এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। তাই আমি এই প্রহসনের ভোট বর্জন করলাম।’ 

ইউনিয়নের আয়শা সিদ্দিকা মহিলা মাদ্রাসার দায়িত্বে থাকা পুলিশের উপপরিদর্শক বেলাল হোসেন সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পুলিশ সব সময় সজাগ থেকেছে। কেউ কোনো অপ্রীতিকর ঘটনার সুযোগ খুঁজলে আমরা শক্ত হাতে দমন করেছি।’  

আয়শা সিদ্দিকা মহিলা মাদ্রাসার দায়িত্বরত প্রিসাইডিং অফিসার আবদুল হান্নান বলেন, ‘সম্পূর্ণ সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে। কেউ যদি অহেতুক অভিযোগ এনে ভোট বর্জন করে, তাহলে এর দায় নিজেকে নিতে হবে। তবে আমাদের লিখিতভাবে কিছু জানানো হয়নি।’ 

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু