হোম > সারা দেশ > চট্টগ্রাম

কারচুপির অভিযোগ এনে পটিয়ায় স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

কারচুপির অভিযোগ এনে পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মোহাম্মদ শফিকুল ইসলাম ভোট বর্জন করেছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে তিনি ভোট বর্জন করেন। 

শফিকুল ইসলামের অভিযোগ, ১ নম্বর আয়শা সিদ্দিকা মহিলা মাদ্রাসা কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বের করে দেন নৌকার প্রার্থী ফৌজুল কবির কুমার। এ অভিযোগ এনে ভোট বর্জন করেন বলে জানান তিনি। 

শফিকুল ইসলাম বলেন, ‘নৌকা মার্কার প্রার্থীর সমর্থকেরা জোরপূর্বক কেন্দ্র দখল করেছে। পুলিশ প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের অনেক সদস্য সরাসরি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছে। এই ইউনিয়নে কোনো সুষ্ঠু ভোট হতে না দেওয়া, নির্বাচনের পূর্বের দিন থেকে আমার ঘরে পুলিশের অভিযান, আমার কর্মী-সমর্থকদের গ্রেপ্তার ও এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। তাই আমি এই প্রহসনের ভোট বর্জন করলাম।’ 

ইউনিয়নের আয়শা সিদ্দিকা মহিলা মাদ্রাসার দায়িত্বে থাকা পুলিশের উপপরিদর্শক বেলাল হোসেন সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পুলিশ সব সময় সজাগ থেকেছে। কেউ কোনো অপ্রীতিকর ঘটনার সুযোগ খুঁজলে আমরা শক্ত হাতে দমন করেছি।’  

আয়শা সিদ্দিকা মহিলা মাদ্রাসার দায়িত্বরত প্রিসাইডিং অফিসার আবদুল হান্নান বলেন, ‘সম্পূর্ণ সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে। কেউ যদি অহেতুক অভিযোগ এনে ভোট বর্জন করে, তাহলে এর দায় নিজেকে নিতে হবে। তবে আমাদের লিখিতভাবে কিছু জানানো হয়নি।’ 

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে