হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে কারখানার ধোঁয়ায় পরিবেশদূষণ, এলাকাবাসীর প্রতিবাদ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএসআরএম স্টিল কারখানার বিষাক্ত ধোঁয়ায় পরিবেশদূষণের অভিযোগ তুলে মানববন্ধন করে বিক্ষুব্ধ এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএসআরএম স্টিল কারখানার বিষাক্ত ধোঁয়ায় পরিবেশদূষণের অভিযোগ তুলে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। আজ শুক্রবার বিকেলে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বার আউলিয়া এলাকায় বিএসআরএম কারখানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নানা ধরনের প্রতিবাদী প্ল্যাকার্ড, ব্যানার, পোস্টার ও ফেস্টুন হাতে স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী, শিশু-কিশোর এবং স্থানীয় কৃষক-জনতা অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলনে, কারখানাটি রিসাইক্লিং প্রজেক্টের নামে ভয়াবহ পরিবেশদূষণে মেতে উঠেছে। কারখানা থেকে নির্গত কালো ধোঁয়া ও ধুলাবালুর কারণে এলাকাবাসী শ্বাসকষ্টসহ নানা ধরনের জটিল রোগে আক্রান্ত হচ্ছে। এক যুগের বেশি সময় ধরে এলাকার ফলদ গাছে কোনো ফল ধরছে না। ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে কারখানার পাশের গ্রামের পুকুরগুলো।

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএসআরএম স্টিল কারখানার বিষাক্ত ধোঁয়ায় পরিবেশদূষণের অভিযোগ তুলে মানববন্ধন করে বিক্ষুব্ধ এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

বক্তারা আরও বলেন, পরিবেশদূষণ বন্ধে কারখানাকে একাধিকবার জানানো হলেও তারা তা কোনো ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। তাই তাঁরা বাধ্য হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করছেন। দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ যদি বিষাক্ত কালো ধোঁয়া ও ধুলাবালু বন্ধে পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

মানববন্ধনে বক্তব্য দেন মো. মহিউদ্দিন, নুর উদ্দিন, ফারুক মোনাদিন, মমতাজ উদ্দিন আহমেদ, আলমগীর মন্জু, আলী আব্বাস, মো ইদ্রিস, আলী আকবর আজাদ, রমজান আলী, শহর আলী, মো. সালাউদ্দিন, ওসমান, কামাল, লিটন, জাহেদ সোলাইমান প্রমুখ।

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদরোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য

চট্টগ্রামে কুকুরকে গাড়িচাপায় হত্যা, ডিসি বাসভবনের প্রহরীসহ ২ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

চাঁদাবাজি নিয়ে নৌ উপদেষ্টার বক্তব্যের ব্যাখ্যা চাইলেন চসিক মেয়র