হোম > সারা দেশ > চট্টগ্রাম

৫ বছর আগে বিএনপির মিছিলে হামলার মামলায় আনোয়ারার ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি

বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ নোয়াব আলী। ছবি: সংগৃহীত

বিএনপির মিছিলে হামলার মামলায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নোয়াব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ৮টার দিকে নগরের রাহাত্তারপুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

নোয়াব আলী উপজেলার বৈরাগ ইউনিয়নের আবদুর রহিমের ছেলে। তিনি আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। তিনি ২০২২ সালে বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

পুলিশ জানিয়েছে, ২০২০ সালের ২০ অক্টোবর বিকেলে আনোয়ারা উপজেলার কালাবিবি দিঘির মোড়ে বিএনপির মিছিলে হামলার অভিযোগে গত বছর ৭ অক্টোবর আনোয়ারা থানায় একটি মামলা হয়। সেই মামলায় নোয়াব আলীকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলার বাদী তৌহিদ মিয়া (৩৪) নামের এক ব্যক্তি। মামলাটিতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানসহ ১১২ জনকে আসামি করা হয়।

এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৭ অক্টোবর আনোয়ারা থানায় হওয়া বিস্ফোরক আইনের মামলায় নোয়াব আলী এজাহারভুক্ত আসামি। তাকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। নোয়াব আলীর বিরুদ্ধে আর কোনো মামলা আছে কি না, যাচাই-বাছাই করা হচ্ছে।’

উল্লেখ্য গত ১৪ জানুয়ারি (মঙ্গলবার) সকালে উপজেলার বরুমছড়া ইউনিয়ন পরিষদ থেকে ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরীকে (৭৫) গ্রেপ্তার করে আনোয়ারা থানা-পুলিশ।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ