হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঢেউয়ের তোড়ে তীরে এসে আটকে গেছে দুটি জাহাজ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের আনোয়ারায় কূলে ওঠে আসা জাহাজ। ছবি: আজকের পত্রিকা

প্রচণ্ড ঢেউয়ে বঙ্গোপসাগরের কয়লাবোঝায় নাভিমার-৩ কার্গো ও মারমেইড-৩ লাইটার নামে দুটি জাহাজ তীরে আটকে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে প্রবল জোয়ারে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উঠানমাঝির ঘাট এলাকায় ওই দুটি জাহাজটি কূলে এসে আটকে যায়।

আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম কোস্ট গার্ড সাঙ্গু স্টেশনের সদস্যরা জাহাজ দুটির নিয়ন্ত্রণ নেন বলে জানিয়েছে জাহাজের ওয়াচম্যান মিসকাতুর রহমান। সকাল থেকে বালু চরে আটকে থাকা জাহাজগুলো দেখতে ভিড় জমান স্থানীয় উৎসুক জনতা। এর আগে ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে পারকি সমুদ্রসৈকতে ক্রিস্টাল গোল্ড নামে একটি জাহাজ আটকে থাকার ঘটনা ঘটেছিল। পরবর্তীকালে ক্রিস্টাল গোল্ড কর্তৃপক্ষ জাহাজটি কেটে সরিয়ে নেন।

স্থানীয়রা জানান, গতকাল সকাল থেকে টানা বৃষ্টি ও নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগরে জোয়ারের পানি বৃদ্ধি পায়। রাত গভীর হতেই দমকা হাওয়া ও বৃষ্টির গতি আরও বাড়তে থাকে। জোয়ারের পানির ধাক্কায় জাহাজ দুটি চরে এসে আটকে যায়।

আজ সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের উঠানমাঝির ঘাট এলাকায় সরেজমিন গিয়ে ও জাহাজে থাকা ওয়াচম্যান মিসকাতুর রহমানের সঙ্গে কথা বলে জানা গেছে, বাঁশখালীর গন্ডামারা কয়লা বিদ্যুৎকেন্দ্রে কয়লা খালাস করে ফেরার রাতে ঝড়ের কবলে পড়ে। তীব্র বাতাস ও ঝড়ে জাহাজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তাঁরা। সাগরের পানির ধাক্কায় চরে এসে আটকে যায় জাহাজ।

স্থানীয় উঠানমাঝির ঘাট জামে মসজিদের খতিব রেজাউল করিম ফারুকী বলেন, রাত ২টার দিকে জাহাজটি আটকে পড়ে। এটি সরিয়ে না নিলে সাগরের ঢেউয়ের আঘাত মসজিদ ও কবরস্থান ক্ষতিগ্রস্ত হবে।

কোস্ট গার্ড সাঙ্গু স্টেশনের সিসি অনিমেষ রায় জানিয়েছেন, আজ সকালে জাহাজের নিরাপত্তার দায়িত্ব নেওয়া হয়েছে।

আটকে যাওয়া জাহাজের ওয়াচম্যান মিসকাতুর রহমান বলেন, ‘আমাদের কয়লাবোঝায় জাহাজটি দুবাই মালিকানাধীন কোম্পানির। বৃহস্পতিবার বাঁশখালী গন্ডামারা কয়লা বিদ্যুৎকেন্দ্র থেকে ফেরার পথে ঝড়ের কবলে পড়ি। চরে আটককে যাওয়ার বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা