হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবির সিন্ডিকেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচন আগামী ৬ মার্চ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে ভোট গ্রহণ হবে আগামী ৬ মার্চ। আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে নির্বাচনের তফসিল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত) ও রিটার্নিং কর্মকর্তা মাহবুব হারুন চৌধুরী। এর আগে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষক প্রতিনিধি নির্বাচন দেওয়ার দাবিতে উপাচার্যকে চিঠি দেয় বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতি এবং আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের সংগঠন হলুদ দল। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ও বিধিবিধান শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. মোজাম্মেল হক। তিনি বলেন, ‘সিন্ডিকেটে চারটি পদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৬ মার্চ ভোট গ্রহণ হবে।’ 

গত বছরের ১৮ সেপ্টেম্বর সিন্ডিকেটে ডিন ক্যাটাগরিতে নির্বাচন চেয়ে উপাচার্যকে চিঠি দেয় বিশ্ববিদ্যালয়ের আট অনুষদের ডিন। চিঠি দেওয়ার ২২ দিন পরও নির্বাচনের কোনো উদ্যোগ না নেওয়ায় এ বিষয়ে উপাচার্যের কাছে জানতে চান ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক হেলাল উদ্দীন নিজামী। এ সময় উপাচার্য বসা থেকে উঠে ডিনকে শাসাতে থাকেন এবং নির্বাচন দেবেন না বলে জানান। পরে এ বিষয়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় ডিনকে ব্যাখ্যা দিতে চিঠি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর ওই বছরের ৩ নভেম্বর সিন্ডিকেটে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক ক্যাটাগরিতে নির্বাচন দিতে উপাচার্যকে চিঠি দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। চিঠিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য এক মাস সময় বেঁধে দেওয়া হয়। এই দাবিতে শিক্ষকেরা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচিও পালন করেন। সর্বশেষ গত বছর ১৪ নভেম্বর সিন্ডিকেটে শিক্ষক প্রতিনিধি ছাড়া আর কোনো সভা না করতে উপাচার্যকে চিঠি দেয় আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের সংগঠন হলুদ দল। 

 

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল