চট্টগ্রামের চন্দনাইশে তিন তলা বাড়ির ছাদ থেকে পড়ে আমজাদ হোসেন (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, উপজেলার সাতবাড়িয়া নগরপাড়া এলাকার মো. ফিরোজ আহমেদের ছেলে আমজাদ হোসেন বাড়ির সামনে একটি মুদির দোকান করেন। গত সোমবার সন্ধ্যায় নিজের বাড়ির ছাদে কবুতরের বাসা বাঁধতে গিয়ে নিচে পড়ে যান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে দোহাজারী হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে সোমবার রাতে তিনি মারা যান।
চন্দনাইশ থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা আজকের পত্রিকাকে বলেন, আমজাদ হোসেন কবুতরের বাসা বাঁধতে গিয়ে তিন তলার ছাদ থেকে পড়ে যান। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।