হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় থানার ফটকে সাংবাদিককে মারধর করে ছিনতাই

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি 

প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়া থানার প্রধান ফটকে মোহাম্মদ উল্লাহ নামের এক সাংবাদিককে মারধর করে ছিনতাই করা হয়েছে। গতকাল রাতে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীর দলে কয়েকজন নারীও ছিলেন। ভুক্তভোগী সাংবাদিক দৈনিক মানবজমিনের চকরিয়া প্রতিনিধি।

এ ঘটনায় ওই সাংবাদিক একজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা দুই থেকে তিনজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেন। ভিডিওর সূত্র ধরে ছিনতাইয়ের সঙ্গে জড়িত চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলার দরবেশকাটা গ্রামের শাহাব উদ্দিনের ছেলে তৌহিদুল ইসলাম (২৮) নামের এক যুবককে চিনতে পেরেছেন ভুক্তভোগী সাংবাদিক মোহাম্মদ উল্লাহ।

মোহাম্মদ উল্লাহ বলেন, ‘উপজেলা ভূমি অফিসের সামনে একটি রেস্তোরাঁ থেকে খাবার খেয়ে মোটরসাইকেলে ব্যক্তিগত অফিসে ফিরছিলাম। চকরিয়া থানার মূল ফটকের ৫০ গজ দূরে পৌঁছালে মোটরসাইকেল গতি রোধ করেন তৌহিদ ও তাঁর সঙ্গে থাকা কয়েক নারী। কিছু বুঝে ওঠার আগেই তাঁরা আমাকে মারধর করতে শুরু করেন। সঙ্গে থাকা জিনিস ছিনিয়ে নেন। একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে শরীরে আঘাত করতে চাইলে বাইক ফেলে দৌড়ে থানার ভেতর ঢুকে যাই। কী কারণে আমার ওপর হামলা করেছে জানি না।’

এ বিষয়ে চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এ এম ওমর আলী বলেন, ‘এক গণমাধ্যমকর্মীর পথ রোধ করে হামলা ও ছিনতাইয়ের ঘটনা খুবই দুঃখজনক। এ ঘটনার প্রতিবাদ এবং ঘটনার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

এ ব্যাপারে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মোহাম্মদ উল্লাহ বাদী হয়ে এজাহার দিয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে।’

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার