দুই কোটি টাকার বেশি দামের একটি ল্যান্ড রোভার গাড়ি চট্টগ্রাম নগরীর ব্যস্ততম সড়কে চার দিন পড়ে থাকার পর জব্দ করেছে পুলিশ। আজ মঙ্গলবার নগরীর খুলশী থানাধীন ওয়াসা মোড় এলাকা থেকে গাড়িটি জব্দ করা হয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয়দের ভাষ্যমতে, দামি গাড়িটি চার দিন ধরে রাস্তায় পড়ে ছিল। আজও সেখানে পড়ে থাকতে দেখে তাঁদের সন্দেহ হয়। পরে তাঁরা থানায় খবর দিলে আমরা গিয়ে গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসি।’
ওসি বলেন, ‘সন্ধ্যায় একজন কাতারপ্রবাসী থানায় এসে গাড়িটি তাঁর বলে দাবি করছেন। ওই ব্যক্তি জানান, গাড়িটি নষ্ট হওয়ায় সেখানে ফেলে রেখেছিলেন।
এ জন্য গাড়ির কিছু কাগজপত্র জমা দিয়েছেন। আমরা কাগজপত্রগুলো যাচাইয়ের জন্য বিআরটিএ এর কাছে পাঠিয়েছি।’ মালিকানা নিশ্চিত হলে গাড়িটি ফেরত দেওয়া হবে বলে জানান তিনি।