হোম > সারা দেশ > কুমিল্লা

নাঙ্গলকোটে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া, গ্রেপ্তার ৪

প্রতিনিধি, নাঙ্গলকোট (কুমিল্লা) 

কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নের পিপড্ডা-চাঁন্দেরবাগ এলাকার ডাকাতিয়া নদীর ওপর নবনির্মিত সেতু থেকে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করে নাঙ্গলকোট থানা-পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁদের কুমিল্লা কারাগারে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের পিপড্ডা ও চাঁন্দেরবাগ গ্রামের ডাকাতিয়া নদীর ওপর নির্মিত সেতুতে উপজেলার পেরিয়া ইউনিয়নের চেহরিয়া গ্রামের স্বপনের ছেলে মেহেদি হাসান নাঈম পার্শ্ববর্তী চৌদ্দগ্রাম উপজেলার করপাটি গ্রামের এক মেয়েকে নিয়ে গত বৃহস্পতিবার বেড়াতে আসে। এ সময় স্থানীয় কিছু ছেলের সঙ্গে তাঁর মারপিট হয়। এর জেরে সোমবার বিকেলে মেহেদি হাসান নাঈম (১৬), শিবপুর গ্রামের নুরুল আমিনের ছেলে আলমগীর হোসেন (১৫), একই গ্রামের মুকবুল আহমেদের ছেলে ফারুক (১৭), মাধবপুর গ্রামের মোস্তফা কামালের ছেলে মো: রায়হান (১৭), রায়কোট উত্তর ইউনিয়নের লক্ষীপদুয়া গ্রামের ইউসুফের ছেলে সাহাব উদ্দিন (১৭) ও একই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে সালাউদ্দিন (১৭) চাইনিজ কুড়াল, রামদা ও লোহার রড নিয়ে ওই সেতুর ওপর মহড়া দেয়।

এ সময় স্থানীয়রা তাঁদের ধাওয়া করলে সাহাব উদ্দিন ও সালাউদ্দিন পালিয়ে যায়। বাকীদের ধারালো অস্ত্রসহ স্থানীয়রা আটক করে নাঙ্গলকোট থানা-পুলিশে খবর দেয়। 

মেহেদি হাসান নাঈম নানার বাড়ি চেহরিয়ায় থাকলেও তার বাড়ি জেলার চৌদ্দগ্রাম উপজেলার দুর্গাঘন্টা গ্রামে বলে জানা গেছে।

নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ আ স ম আব্দুন নুর বলেন, আদালতের মাধ্যমে তাঁদের কুমিল্লা কারাগারে প্রেরণ করা হয়েছে।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল