হোম > সারা দেশ > চট্টগ্রাম

বন্দুক হাতে সেলফি তুলে গ্রেপ্তার যুবক

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বন্দুক হাতে সেলফি তোলা যুবক ফেরদৌস মোরশেদ (২৪)। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামে বন্দুক হাতে মোবাইলে সেলফি তুলে গ্রেপ্তার হয়েছেন ফেরদৌস মোরশেদ (২৪) নামে এক যুবক। এ সময় তাঁর কাছ থেকে দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গতকাল রোববার (৩ অক্টোবর) চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার নতুন ব্রীজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবক চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দ্বীপেকুল বাংলাবাজার এলাকার বাসিন্দা।

আজ সোমবার ওই যুবককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার কাজী মো. তারেক আজিজ।

তিনি জানান, রোববার দিবাগত রাত ৩টায় বাকলিয়া থানা পুলিশের একটি টহল দল ওই যুবকের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তাঁর পকেটে তল্লাশি চালিয়ে একটি কার্তুজ উদ্ধার করা হয়। পরে যুবকের ব্যবহৃত মোবাইল ফোন চেক করে বন্দুক হাতে নিয়ে তোলা একটি সেলফি দেখতে পায় পুলিশ সদস্যরা। এ সময় তাঁকে অধিকতর জিজ্ঞাসাবাদে বন্দুকের বিষয়ে তথ্য দেয়। একপর্যায়ে তাঁকে নিয়ে সাতকানিয়া বাড়িতে অভিযান চালিয়ে এক নলা বন্দুকটি জব্দের পাশাপাশি আরও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

এ ঘটনায় অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ হেফাজতে রাখার অপরাধে তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১