হোম > সারা দেশ > ফেনী

ফেনী সীমান্তে বিজিবির অভিযান, মিলল কোটি টাকার ভারতীয় ডিসপ্লে ও গরু

ফেনী প্রতিনিধি

জব্দ করা মালামাল নিয়ে বিজিবি সদস্যরা। ছবি: সংগৃহীত

ফেনীর পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্তে ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ছাড়া কয়েকটি গরুও পাওয়া গেছে। আজ বুধবার (২ জুলাই) ভোরে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) একটি টহল দল এসব অভিযান চালায়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিপুল ভারতীয় মোবাইলের ডিসপ্লে ও কয়েকটি গরু পাওয়া যায়। এসব পণ্য ও গরুর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১ লাখ ২৮ হাজার টাকা।

ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, ‘চোরাচালান রোধে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। জব্দ করা মালামাল স্থানীয় কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।’ তিনি আরও বলেন, ‘সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ফেনী ব্যাটালিয়নের অভিযান চলমান থাকবে এবং কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।’

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট