বুড়িচংয়ে লরিচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ শুক্রবার দুপুর ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের নাজিরা বাজার মদিনা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন বুড়িচং উপজেলার পারুয়ারা গ্রামের খোরশেদ আলমের ছেলে মো. মোরশেদ (২২)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টায় কুমিল্লাগামী একটি মোটরসাইকেলকে পেছন থেকে একটি লরি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।
ময়নামতি হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শরীফ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল আরোহী দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।