হোম > সারা দেশ > চট্টগ্রাম

আত্মীয়ের বাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি বিষ খাইয়ে হত্যা

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে আত্মীয়ের বাড়ি থেকে লিটন হাওলাদার (৩৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের বাড়ৈয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, ভাতের সঙ্গে বিষ মিশিয়ে তাঁকে হত্যা করা হয়েছে। 

লিটন হাওলাদার নলছিটি উপজেলার মগর ইউনিয়নের খাওক্ষীর গ্রামের মৃত মোসলেম হাওলাদারের ছেলে। তিনি পেশায় গাছ ব্যবসায়ী। লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, লিটন হাওলাদার নথুল্লাবাদ ইউনিয়নের বাড়ৈয়ারা গ্রামের বাসিন্দা বেলাল হোসেনের দূরসম্পর্কের আত্মীয় হন। এ কারণে লিটন প্রায়ই তাঁর বাড়িতে আসা-যাওয়া করতেন। 

বেলালের মেয়ে লিপি বলেন, ‘গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে লিটন আমার বাবার বাড়িতে বেড়াতে আসেন। তখন আমি পরিবারের সদস্যদের সঙ্গে খাওয়াদাওয়া করছিলাম। মা তাঁকে ভাত খাওয়ার জন্য বললে তিনি আমাদের সঙ্গে রাতের খাবার খান। এরপর আমার মায়ের সঙ্গে গাছের ব্যবসার বিষয় নিয়ে আলোচনা করে বাড়ির একটি ঘরে ঘুমিয়ে পড়েন লিটন।’ 

লিপির মা জায়েদা বেগম বলেন, ‘গতকাল রাত আড়াইটার দিকে লিটনের চিৎকার শুনে ঘরে গিয়ে দেখতে পাই সে পায়খানা ও বমি করে বিছানায় মাখিয়ে ফেলেছে। তার চিৎকারে আশপাশের লোকজন আমাদের বাড়িতে ছুটে আসে। তাঁদের সামনেই সে খাট থেকে নিচে পড়ে গিয়ে ১০-১৫ মিনিটের মধ্যে মারা যায়। পরবর্তী সময় আমরা থানা-পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।’ 

লিটনকে হত্যা করা হয়েছে বলে পরিবারে দাবি। লিটনের মা ফিরোজা বেগম বলেন, ‘আমার ছেলেকে ভাতের সঙ্গে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে। আমি এর বিচার চাই। জায়েদা ও লিপির পরিবারের সঙ্গে আমাদের কোনো আত্মীয়তার সম্পর্ক নেই।’ 

ওসি শহিদুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত প্রতিবেদন অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫