হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজার থেকে ইকবাল গ্রেপ্তার

কক্সবাজার ও কুমিল্লা প্রতিনিধি 

কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার রাতে কক্সবাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।   

ডিআইজি আনোয়ার হোসেন, কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ ও কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, কক্সবাজার পুলিশ ইকবাল নামের একজনকে গ্রেপ্তার করেছে। তবে এই ইকবাল সেই ইকবাল কি-না তা এখনো নিশ্চিত নয়।  গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে কুমিল্লায় আনার জন্য টিম পাঠানো হচ্ছে। বিস্তারিত সকালে জানানো হবে। 

অন্যদিকে  কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, ইকবালকে কিছুক্ষণ আগে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। তাঁকে কুমিল্লায় পাঠানোর প্রস্তুতি চলছে।

কুমিল্লা পুলিশের ইকবালকে শনাক্তের জন্য অপেক্ষা করছে কক্সবাজার পুলিশ-প্রশাসন। এ বিষয়ে কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, সৈকত এলাকা থেকে ইকবাল হোসেন নামে সন্দেহভাজন একজনকে রাত ১০টায় আটক করা হয়েছে। শনাক্তের জন্য তাকে কুমিল্লা পাঠানো হচ্ছে।   

শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীর দিন গত ১৩ অক্টোবর  ভোরে কুমিল্লা শহরের নানুয়াদীঘির উত্তর পাড়ে দর্পণ সংঘের উদ্যোগে আয়োজিত অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন দেখা যায়। এরপর কোরআন শরিফ অবমাননার অভিযোগ তুলে ওই মণ্ডপে হামলা চালায় একদল লোক। পরে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে এই ঘটনার জন্য ইকবাল নামের এক যুবককে শনাক্ত করে ।

‘অর্থ লোপাট করে বিশ্ববিদ্যালয় গড়ার স্বপ্ন ভেঙেছেন দীপু মনি ও তাঁর ভাই’

আনোয়ারায় নিখোঁজের ৯ দিন পর খালে মিলল বৃদ্ধের লাশ

চবির উপ-উপাচার্যের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে, দাবি ১০১ শিক্ষকের

মুজিব বাহিনীর গণহত্যার প্রতিক্রিয়া ২৫ মার্চে পাকিস্তানি বাহিনীর ক্র্যাকডাউন: জামায়াত নেতা

চাকসু ভিপির দিকে তেড়ে গেলেন ছাত্রদল সভাপতি

চবির বিবৃতিতে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শেরেবাংলা

পটিয়ায় আওয়ামী লীগের বিজয় দিবস উদ্‌যাপন, ক্ষুব্ধ জুলাই গণ-অভ্যুত্থানকারীরা

চট্টগ্রামের ফটিকছড়ি: পাহাড়-টিলা সাবাড়, ভরাট হচ্ছে পুকুর

কক্সবাজারের চকরিয়া: মাতামুহুরীতে বেড়া দিয়ে মাছ চাষ বিএনপি নেতার

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা