হোম > সারা দেশ > কুমিল্লা

ঐকমত্য হলে ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র: স্থানীয় সরকার উপদেষ্টা

কুমিল্লা প্রতিনিধি

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি

রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হলে আগামী ৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের চিন্তাভাবনা করছে সরকার। শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

উপদেষ্টা জানান, ‘জুলাই ঘোষণাপত্র নিয়ে কাজ চলছে। ইতিপূর্বে বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রস্তাবনা জমা দিয়েছে। এখন আবারও আলোচনা চলছে। সরকার চায়, ৫ আগস্ট ঘোষণা দেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গড়ে উঠুক। আমরা আশাবাদী, দলগুলোর সম্মতির ভিত্তিতে ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র প্রকাশ সম্ভব হবে।’

এর আগে তিনি জেলা আইনজীবী সমিতির মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন সমিতির সাবেক সভাপতি মো. ইসমাইল ও কাজী নাজমুস সাদাত। সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. শহীদুল্লাহ।

এর আগে বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে ‘গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার প্রথম প্রতিরোধ দিবস ১১ জুলাই’ শীর্ষক স্মরণ অনুষ্ঠানে অংশ নেন উপদেষ্টা। সেখানে তিনি ২০২৪ সালের ১১ জুলাই কোটা সংস্কার আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষ ভূমিকার স্বীকৃতি হিসেবে দিনটিকে ‘গণ-অভ্যুত্থানে প্রথম প্রতিরোধ দিবস’ ঘোষণা করেন।

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে অবস্থান কর্মসূচিতে বসেছে ইনকিলাব মঞ্চ

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত