হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় আগুনে পুড়েছে ১৪ দোকান

­হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়ায় আগুনে পুড়েছে ১৪ দোকান। ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় আগুনে পুড়েছে ১৪টি দোকান। গতকাল বুধবার গভীর রাতে উপজেলার আফাজিয়া বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

স্থানীয় লোকজন জানায়, রাত ১২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আফাজিয়া বাজারের উত্তর পাশে একটি মুদিদোকানের গুদাম থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। গভীর রাত হওয়ায় মানুষজন চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে হাতিয়া ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আফাজিয়া বাজারের ব্যবসায়ী সাখাওয়াত হোসেন বলেন, আগুনে তিনটি চা দোকান, মুদিদোকান দুটি, কসমেটিকস দোকান একটি, ফার্মেসি একটি, জ্বালানি তেলের দোকান একটি, ফার্নিচার দোকান দুটি, সেলুন দুটি এবং দুটি মুদিদোকানের মালামালের গুদাম রয়েছে।

বাবুল স্টোরের মালিক সুজন দেবনাথ বলেন, তিনি অমৃত কোম্পানির হাতিয়ার এজেন্ট। তাঁর দোকানের পাশে মুদিদোকানের মালামালের গুদাম ছিল। তাতে প্রায় কোটি টাকা মূল্যের বিড়ি, সয়াবিন ও সরিষার তেল এবং অমৃত কোম্পানির পণ্য ছিল।

হাতিয়ায় আগুনে পুড়েছে ১৪ দোকান। ছবি: সংগৃহীত

এ বিষয়ে জানতে চাইলে হাতিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডর জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তাতে ১৪টি দোকান পুড়ে গেছে।

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী