হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় আগুনে পুড়েছে ১৪ দোকান

­হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়ায় আগুনে পুড়েছে ১৪ দোকান। ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় আগুনে পুড়েছে ১৪টি দোকান। গতকাল বুধবার গভীর রাতে উপজেলার আফাজিয়া বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

স্থানীয় লোকজন জানায়, রাত ১২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আফাজিয়া বাজারের উত্তর পাশে একটি মুদিদোকানের গুদাম থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। গভীর রাত হওয়ায় মানুষজন চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে হাতিয়া ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আফাজিয়া বাজারের ব্যবসায়ী সাখাওয়াত হোসেন বলেন, আগুনে তিনটি চা দোকান, মুদিদোকান দুটি, কসমেটিকস দোকান একটি, ফার্মেসি একটি, জ্বালানি তেলের দোকান একটি, ফার্নিচার দোকান দুটি, সেলুন দুটি এবং দুটি মুদিদোকানের মালামালের গুদাম রয়েছে।

বাবুল স্টোরের মালিক সুজন দেবনাথ বলেন, তিনি অমৃত কোম্পানির হাতিয়ার এজেন্ট। তাঁর দোকানের পাশে মুদিদোকানের মালামালের গুদাম ছিল। তাতে প্রায় কোটি টাকা মূল্যের বিড়ি, সয়াবিন ও সরিষার তেল এবং অমৃত কোম্পানির পণ্য ছিল।

হাতিয়ায় আগুনে পুড়েছে ১৪ দোকান। ছবি: সংগৃহীত

এ বিষয়ে জানতে চাইলে হাতিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডর জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তাতে ১৪টি দোকান পুড়ে গেছে।

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে অবস্থান কর্মসূচিতে বসেছে ইনকিলাব মঞ্চ

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত