হোম > সারা দেশ > চট্টগ্রাম

নানিয়ারচরে খাদ্যগুদামে দুর্নীতি: নিম্নমানের চাল সংগ্রহ, অভিযানে মিলল প্রমাণ

নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি 

সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে রোববার সকালে নানিয়ারচরে খাদ্যগুদামে অভিযান চালানো হয়। ছবি: আজকের পত্রিকা

রাঙামাটির নানিয়ারচরে খাদ্যগুদামে নিম্নমানের আতপ চাল সরবরাহ ও গুদামে চাল কম রাখা-সংক্রান্ত দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। অভিযানে অনিয়মের একাধিক প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গতকাল রোববার (১৩ জুলাই) বেলা ১১টায় নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, পিএসসির তত্ত্বাবধানে এবং মেজর মো. আসিফুর রহমান, পিএসসির নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।

পতিত আওয়ামী লীগ সরকারের আমলের রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি অংসুইপ্রু চৌধুরীর বেয়াই পরিচয়ধারী নানিয়ারচর উপজেলার খাদ্যগুদামের কর্মকর্তা ক্যাচাথুই মারমার বিরুদ্ধে সরকারি চাল সরবরাহে দুর্নীতির গুরুতর অভিযোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উঠে আসে, খাদ্যবান্ধব কর্মসূচি, ওএমএস, ভিজিডি, ডিজিএফ ও টিসিবির আওতায় বরাদ্দ পাওয়া উন্নত মানের ভিয়েতনামি চাল গুদামে সংরক্ষণ না করে তার পরিবর্তে স্থানীয়ভাবে নিম্নমানের আতপ চাল সংগ্রহ করে গুদামজাত করা হয়েছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, ক্যাচাথুই মারমা ‘মেসার্স বার আউলিয়া অটো রাইচ মিল’-এর মালিক মো. একরাম কাশেমের কাছ থেকে প্রতি কেজি ৪১ টাকা দরে মোট ২ হাজার বস্তা (১০০ টন) নিম্নমানের আতপ চাল ক্রয়ের চুক্তি করেন। ৫ জুন থেকে ২৮ জুন পর্যন্ত সময়কালে তিনি এসব চাল গুদামে সংগ্রহ করেন এবং প্রতি বস্তায় তিন–সাত কেজি চাল কম রেখে গুদামজাত করেন।

চালের মূল্য বাবদ ওই ব্যবসায়ীর কাছে ৪১ লাখ টাকার চেক প্রদান করা হলেও, ব্যাংকে অর্থ না থাকায় সেটি ডিজঅনার হয়। পরবর্তীকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বিষয়টি গোয়েন্দা সংস্থা ও নানিয়ারচর সেনা জোনে জানালে অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে রোববার সকালে নানিয়ারচরে খাদ্যগুদামে অভিযান চালানো হয়। ছবি: আজকের পত্রিকা

এ পর্যন্ত পাওয়া তথ্যে জানা যায়, উন্নত মানের ভিয়েতনামি চাল মজুত না করে স্থানীয় ব্যবসায়ী মফিজ ও লোকমানের কাছে বিক্রি করে দেওয়া হয়।

অভিযানে অংশ নেন নানিয়ারচর থানার ওসি মো. নাজির আলমসহ সেনা-পুলিশের একটি সমন্বিত দল। অভিযান চলাকালে বস্তা পরিমাপ করে অনিয়ম নিশ্চিত করা হয় এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

জোন অধিনায়ক জানান, প্রাথমিক অনুসন্ধানে অনিয়মের একাধিক বিষয় সত্য বলে প্রমাণিত হয়েছে। বিষয়টি জেলা প্রশাসন, খাদ্য বিভাগ, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও স্থানীয় পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে।

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা